ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ
- আপডেট সময় : ০৩:০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। টুর্নামেন্টের এই ম্যাচে তাদের প্রতিপক্ষ কানাডা। কানাডার বিপক্ষে অতীত পরিসংখ্যান হাতছানি দিচ্ছে বাংলাদেশকে।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। নক আউট পর্বের পথে এগিয়ে যেতে এ ম্যাচে জয় প্রয়োজন বর্তমান চ্যাম্পিয়নদের। ইংল্যান্ডের কাছে বাজে ভাবে হেরে যুব বিশ্বকাপ অভিযান শুরু হয় রাকিবুল হাসানদের। চূড়ান্ত ব্যর্থ ছিলেন ব্যাটসম্যানরা। মাঝের এ ক’দিনের অনুশীলনে তাই গুরুত্ব পেয়েছে দলের ব্যাটিং। এদিকে আরব আমিরাত আর ইংল্যান্ডের কাছে হেরে পরের রাউন্ডে খেলার সম্ভাবনা প্রায় শেষ কানাডার। এ ম্যাচে হারলে আসর থেকে ছিটকে যাবে আইসিসির সহযোগী দেশটি। দুর্বল কানাডার বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না গতবারের শিরোপাজয়ীরা। আগের তিনবরের দেখায় শতভাগ জয় লাল-সবুজ দলের। তাই ঘুরে দাঁড়ানোর মিশনে আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে বাংলাদেশ। একই সময় গ্রুপের অন্য ম্যাচে খেলবে ইংল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।