ঘুষের মামলায় খন্দকার এনামুল বাছিরের জামিন বিষয়ে হাইকোর্টের রুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
পুলিশের সাবেক ডিআইজি মিজানুর রহমানের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগের মামলায় দুদকের সাবেক পরিচালক খন্দকার এনামুল বাছিরকে কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ আজ দুই সপ্তাহের এ রুল জারি করেন।পুলিশের ডিআইজি মিজানুর রহমানের সঙ্গে ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে গত ১৬ জুলাই মামলা করে দুদক। এর আগে গত ৮ জুন ডিআইজি মিজান দাবি করেন, এনামুল বাছির তাঁর কাছ থেকে ঘুষ নিয়েছেন। এ বিষয়ে এনামুল বাছিরের সঙ্গে মিজানুর রহমানের টেলিফোনে কথোপকথনের অডিও পরীক্ষা করা হয়। ফরেনসিক পরীক্ষায় ঘুষ লেনদেন নিয়ে তাদের কথোপকথনের অডিওর সত্যতা পাওয়ার পর তাদের দুইজনের বিরুদ্ধে এ মামলা করে দুদক।