ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি স্থানীয় প্রশাসনের
- আপডেট সময় : ০১:৪৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
- / ১৬২২ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। আশ্রয়কেন্দ্র, সাইক্লোন সেল্টার, শুকনা খাবারের ব্যবস্থাসহ প্রস্তুত রাখা হয়েছে বিশেষ মেডিকেল টিম। দুর্যোগ মোকাবিলায় একসংগে কাজ করবে প্রশাসন, রেব, পুলিশ, আনসার, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস কর্মীরা।
বরিশালে ঘূর্ণিঝড় মোকাবিলায় ৮৯৯ মেট্রিক টন চাল ও ৮ লাখ ৯০ হাজার নগদ টাকা মজুদ রেখেছে জেলা প্রশাসন। এছাড়া শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ প্রস্তুত ৫৪১ আশ্রয়কেন্দ্র।
পটুয়াখালীতে দুর্যোগ মোকাবিলায় প্রশাসন, রেব, পুলিশ, আনসার, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও পায়রা বন্দর কর্তৃপক্ষ একসাথে কাজ করার উদ্যোগ নিয়েছে। ৭০৩টি সাইক্লোন সেল্টারসহ প্রস্তুত ৪০টি মুজিবকেল্লা। প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বহুতল ভবনগুলোও ব্যবহার করা হবে। নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে গবাদি পশুর জন্য। বরাদ্দ দেয়া হয়েছে ৮ লাখ ২২ হাজার ৫’শ টাকা, ৪’শ মেট্রিক টন চাল, ১৪৬ বান্ডিল টেউটিন ও গৃহনির্মাণ বাবদ ৪ লক্ষ ৩৮ হাজার টাকা।
বাগেরহাটে প্রস্তুত ৪৪৬টি সাইক্লোন সেল্টার। ৯ উপজেলায় ২ লাখ ৩৫ হাজার ৯৭৫ জন ধারণ ক্ষমতা সম্পন্ন ৪৪৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত। জেলা সদরসহ প্রত্যেক উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রস্তুত ৯টি মেডিক্যাল টিম।
চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান জানান, ৮ উপজেলায় প্রস্তুত ৩৫৩ আশ্রয়কেন্দ্র। প্রস্তুত সাইক্লোন সেন্টার। চাঁদপুর সদর, হাইমচর ও মতলব উত্তর উপজেলা চলাঞ্চলে যারা বসবাস করেন তাদের নিরাপদ স্থানে আনতে জন্য বলা হয়েছে।
ঝালকাঠির জেলা প্রশাসক কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা হয়েছে। সভায় জানানো হয়, জেলার উপকূল এলাকায় ৬১টি সাইক্লোন শেল্টার ও ৩৬৬টি স্কুল প্রস্তুত রাখা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম।
নোয়াখালীতে এক মহড়ার মাধ্যমে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় পূর্ব প্রস্তুতির কথা জানিয়েছে রেড ক্রিসেন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন শাহীন। রেড ক্রিসেন্টের ৫’শ ও সিপিপি ৮ হাজার ৫’শ স্বেচ্ছাসেবী প্রস্তুত। এছাড়া ৪৬৩ আশ্রয় কেন্দ্র ও ১২টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে।
আপস:……