চকবাজারে অগ্নিকান্ডের ঘটনায় রেষ্টুরেন্ট মালিক ফখরুদ্দিনকে একদিনের রিমান্ড

- আপডেট সময় : ০৬:৫৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
চকবাজারে অগ্নিকান্ডের ঘটনায় রেষ্টুরেন্ট মালিক ফখরুদ্দিনকে একদিনের রিমান্ড দিয়েছে আদালত। এ ঘটনায় মামলা করেন নিহত রেস্টুরেন্ট কর্মী রুবেলের ভাই। এদিকে, বারবার এমন ঘটনায় ক্ষোভ জানান প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা। এসব সমস্যা নিরসনে যথাযথ উদ্যোগ না নেয়ায় কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেন তারা।
পুরান ঢাকায় আবাসিক ও বাণিজ্যিকায়নে গড়ে ওঠা ভবনের নানা ত্রুটি বিচ্যুতিতে ঘটছে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা। অকালে ঝরে পড়ছে তাজা কিছু প্রাণ। পরিবারের আয় করেন এমন কর্মঠ ব্যক্তিকে হারিয়ে সর্বশান্ত হচ্ছে অনেক পরিবার।
চকবাজার কামালবাগের আগুনের ঘটনাস্থলে মঙ্গলবারও দেখা গেছে বিষন্ন মানুষের ভীড়।
একের পর এক আগুনের ঘটনার বর্ণনা দিয়ে বিকল্প ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
এ ঘটনায় নিহত মাদারীপুরের রুবেলের বড় ভাই মোহাম্মদ আলীর করা মামলায় হোটেল মালিক ফখরুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত ছয় জনের ডিএনএ টেস্টের পর মিডফোর্ড হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হয়।
এঘটনায় ফায়ার সার্ভিস ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করলেও প্রতিবেদন জমার বিষয়ে এখনো কিছুই জানাতে পারেনি সংস্থাটি।