চট্টগ্রাম ইসকনের বিক্ষোভে অ্যাসিড হামলায় ৭ পুলিশ সদস্য আহত
- আপডেট সময় : ১২:২০:০৯ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইসকনকে নিয়ে ফেসবুক পোস্ট কেন্দ্র করে চট্টগ্রামের হাজারী গলিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে রাতভর সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। এসময় দুবৃত্তদের ছোড়া এসিডে ৭ পুলিশ সদস্য ঝলসে গেছেন।
গতকাল সন্ধ্যা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাতভর। পুলিশ ও স্থানীয়রা জানান, কিছুদিন আগে একজন ফেসবুক ব্যবহারকারী একটি ফটোকার্ড শেয়ার করেন। বলা হচ্ছে, সেখানে ইসকন নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য ছিল। ফটোকার্ড সম্বলিত সেই পোস্ট ফের ফেসবুকে শেয়ার করেন হাজারী গলির মিয়া শপিং সেন্টারের এক দোকান মালিক। সেই পোস্টে ক্ষুব্ধ হয়ে স্থানীয় সনাতনীদের একাংশ গতকাল বিকেলে দোকানটি ভাঙচুর এবং দোকান মালিকের ওপর আক্রমণের চেষ্টা করেন। খবর পেয়ে ছুটে যান পুলিশ ও সেনা সদস্যরা। একপর্যায়ে আইনশৃংলাবাহিনীর ওপর ইট-পাথর নিক্ষেপ ও অ্যাসিড ছুড়ে মারে বিক্ষোভকারীরা। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে করে বিক্ষোভকারীরা। রাতভর চলা সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।