চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সঙ্গবদ্ধ ডাকাতদলের ৬ সদস্য অস্ত্র ও গুলিসহ গ্রেফতার
- আপডেট সময় : ০৬:৩৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১৭৩৮ বার পড়া হয়েছে
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিভিন্ন যাত্রীবাহী পরিবহনে সঙ্গবদ্ধ ডাকাতদলের ৬ সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে রেব। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান ডাকাতিকরা মালামালও উদ্ধার করা হয়েছে।
সকালে নগরীর চান্দগাঁও ক্যাম্পের আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রেব-৭ এর অধিনায়ক লে: কর্নেল মশিউর রহমান জুয়েল। তিনি জানান ২৮ নভেম্বর রাতে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে যাত্রীবেশে উঠে পড়ে সঙ্গবদ্ধ ডাকাতদলের ৭ সদস্য। বাসটি চকরিয়া থানার ফাঁসিয়াখালীর নির্জন এলাকায় পৌঁছালে অস্ত্রের মুখে গাড়িটির নিয়ন্ত্রণ নেয় ডাকাতদল। এসময় যাত্রীদের জিম্মি করে তাদের মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নিতে শুরু করে। এসময় কয়েকজন যাত্রী বাঁধা দেয়ার চেষ্টা করলে এলোপাতারী গুলি ছুঁড়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। পড়ে এক যাত্রী বাদী হয়ে চকরিয়া থানায় মামলা করেন।