চট্টগ্রাম বন্দরে ২টি কন্টেইনার ভর্তি বিদেশী বিপুল পরিমাণ মদ ও সিগারেট জব্দ
- আপডেট সময় : ০৯:০০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বন্দরে আরো ২টি কন্টেইনার ভর্তি বিদেশী বিভিন্ন ব্রান্ডের বিপুল পরিমাণ মদ ও সিগারেট জব্দ করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগ।
দুপুরে বন্দরের এনসিটি ইয়ার্ড থেকে মদভর্তি কন্টেইনার দুটির সন্ধান পায় গোয়েন্দারা। কাস্টমস জানায়, একই আমদানিকারকের নামে আসায় এই কন্টেইনার দুটির ওপর সন্দেহ হয় তাদের। একপর্যায়ে কন্টেইনার দু’টি আটকে কায়িক পরীক্ষার উদ্যোগ নয়া হয়। এতে মদের চালানটি ধরা পড়ে। গার্মেন্টসের কাঁচামাল ঘোষণা দিয়ে নীলফামারীর উত্তরা ইপিজেডের ডং জিন ইন্ডাস্ট্রিয়াল বিডি লিমিটেড ও বাগেরহাটের মংলা ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ নামে দুটি প্রতিষ্ঠানের নামে এই কন্টেইনারগুলো আনা হয়েছিল। তবে আমদানিকারক প্রতিষ্ঠান কাস্টমসকে জানিয়েছে তাদের নাম ব্যবহার করে আইপি জালিয়াতির মাধ্যমে একটি চক্র চালানগুলো নিয়ে এসেছে। তবে বিষয়টি সম্পর্কে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা।