চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিপিড়নে গ্রেফতার ৫ ছাত্রলীগ কর্মী রিমান্ডে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
- / ১৭৩৩ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৫ ছাত্রলীগ কর্মীকে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
দুপুরে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ছাত্রী নির্যাতনের ঘটনার হোতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র মোহাম্মদ আজিমসহ ৫ জনকে আদালতে তুলে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয়পক্ষের শুনানী শেষে প্রত্যেকের দু’দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এছাড়া এই ঘটনায় গ্রেফতার হাটহাজারী কলেজের দুই ছাত্র নুর হোসেন শাওন ও মাসুদ রানার ছাত্রত্ব বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুপারিশের ভিত্তিতে ছাত্রী নির্যাতনের সঙ্গে জড়িত ওই দুই ছাত্রে বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক আতাউর রহমান।