চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন নিপীড়নের মুল হোতা ছাত্রলীগ নেতা আজিমসহ চারজন গ্রেফতার
- আপডেট সময় : ০১:৪৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মুল হোতা ছাত্রলীগ নেতা আজিমসহ চারজনকে গ্রেফতার করেছে রেব। এই ঘটনায় জড়িত আরো ২ জনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে রেব।
সকালে রেব-৭ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। রেব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, ১৭ জুলাই রাতে এক বন্ধুর সঙ্গে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে যান ওই ছাত্রী। এসময় আজিমসহ ৬ জন তাদের কাছে চাঁদা দাবি করে। একপর্যায়ে ওই ছাত্রী ও তার বন্ধুর মোবাইল ফোন ও ব্যাগ কেড়ে নেয় তারা। এ সময় কথাকাটাকাটি ও ধস্তাধস্তি হয়। পরে ওই ছাত্রীকে বিবস্ত্র করে গাছের সঙ্গে বেধে নির্যাতনের ঘটনা তিনটি মোবাইল ফোনে ভিডিও করে আজিম ও তার সহযোগীরা। ঘটনার পর দোষিদের বিচারের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। একপর্যায়ে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে রোববার পর্যন্ত আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করে তারা। এই আল্টিমেটামের মধ্যেই জড়িত চারজনকে গ্রেফতার করল রেব। গতরাতে প্রথমে রাউজান থেকে আজিমকে ও পরে তার দেয়া তথ্যে চট্টগ্রাম ও হাটহাজারীর বিভিন্ন এলাকা থেকে নুর হোসেন, নুরুল আবছার ও মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। এসয় অপরাধে ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও ভিডিও ধারণ করা মোবাইল গুলো উদ্ধার করা হয়েছে বলেও জানায় রেব।