চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ১০:০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
চাঁদাবাজী বন্ধ, গাড়ি ভাংচুর ও সিএনজি চালকদের মারধরের প্রতিবাদে চট্টগ্রামের বায়েজিদ এলাকায় মানববন্ধন করেছে সিএনজি চালক সমিতি।
মানব বন্ধনে শ্রমিক নেতারা অভিযোগ করেন, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কফিলউদ্দীন এলাকায় সিএনজি অটোরিক্সা থেকে নিয়মিত চাঁদা তুলছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, গাড়ি ভাংচুরের পাশাপাশি সিএনজি চালকদের মারধর করেন তিনি। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ রুটে চাঁদা আদায় বন্ধের দাবি জানান শ্রমিক নেতারা। সিএনজি চালক সমিতির প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করেন ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শফিকুল ইসলাম।
সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে চট্টগ্রামে।
বিকেলে নগরীর মাদারবাড়ি এলাকায় সামাজিক উন্নয়ন কমিটির ব্যানারে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, কিছু চিহ্নিত সন্ত্রাসী সন্ত্রাস আর চাঁদাবাজির মাধ্যমে এলাকাকে সন্ত্রাসের স্বর্গরাজ্য বানানোর চেষ্টা করছে। চক্রটির ইভটিজিংয়ের কারণে ছাত্রীরা স্কুলে যেতে পারছে না। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ জামাল উদ্দিন সর্দার, মোহাম্মদ অলি আহমদ, জাফর উল্লাহ খান সর্দারসহ অন্যান্যরা।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা হয়েছে।
বিকেলে হাটহাজারী পৌরসভার এ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মোহাম্মদ শাহিদুল আলম। এসময় বক্তব্য রাখেন পৌর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বেলাল আহমেদ খান, হাটহাজারী মডেল থানার ওসি মোহাম্মদ আমীর হোসেন, হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়াসহ বীর মুক্তিযোদ্ধারা। বক্তারা বলেন, ১৯৭১ সালে বীর সেনানীদের রক্তের বিনিময়ে স্বাধীন ভুখন্ড ও লাল সবুজ পতাকা পেয়েছে বাংলার মানুষ। সবাইকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজ আত্মনিয়োগ করতে হবে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাহাজ পরিচালনায় বাংলাদেশ শিপিং করপোরেশন- বিএসসির গাফিলতির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন- বিএমএমওএ। একই সাথে তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার দাবিও জানায় সংগঠনটি।
সকালে চট্টগ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। বিএমএমওএ’র সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাখাওয়াত হোসেন তার বক্তব্যে বলেন, ইউক্রেনে নিহত বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানকে রাষ্ট্রীয় বীর ঘোষণা করতে হবে। উদ্ধার হওয়া বাকি ২৮ নাবিককে সাহসিকতা ও বীরত্বের জন্য রাষ্ট্রীয় সম্মাননা দিতে হবে। সেই সাথে সকল নাবিকের নিরাপদে দেশে ফিরিয়ে আনারও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেককে সংবর্ধনা দিয়েছে উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশান- চট্টগ্রাম বিভাগ ও জেলা শাখা।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আব্দুল জাব্বার চৌধুরী, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী সহ অন্যান্য অতিথিরা। এসময় বক্তারা বলেন, একুশ পদক দিয়ে এম এ মালেককে স্বাধীন সাংবাদিকতার স্বীকৃতি দিয়েছে রাষ্ট্র। এ পদক কেবল তাকে নয়, পুরো চট্টগ্রামবাসীকে সম্মানিত করেছে।
আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রামে উদ্বোধন করা হয়েছে সিইউসিবিএ এলামনাই এসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্ট।
নগরীর সাগরিকা এলাকায় বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের ডিন প্রফেসর এস এম সালামত উল্লাহ ভুইঞা, ব্যবসা প্রশাসনের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন এবং এসএটিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান কাজী হুমায়ুন কবির। দু’দিনব্যাপী টূর্নামেন্টে মোট ১২টি দল অংশ নেয়। প্রথম ম্যাচে মুখোমুখি হয় সিইউসিবিএ লিজেন্ড এইটিন এবং টিম ফাইটারস। উদ্বোধনী দিনে ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ৫ মার্চ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল খেলা।
চট্টগ্রামে কিশোয়ান প্রেজেন্টস আল্টিমেট ফুটসাল চ্যালেঞ্জ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
এসময় বক্তারা বলেন, যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করার পাশাপাশি ক্রীড়ার প্রতি আগ্রহী করে তুলতেই এ টুর্নামেন্টের আয়োজন। কিষোয়ান স্পোর্টিং ক্লাব বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয়ভাবে খেলোয়াড় তৈরিতেও অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে। এলাকায় সি জে কে এস ইনডোর জিমনেশিয়াম হলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কিষোয়ান স্পোর্টিং ক্লাবের সভাপতি ওয়াহিদুল ইসলাম, সেক্রেটারী সাহেদুল ইসলামসহ স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা।