চট্টগ্রাম মেট্রোপলিটনের প্রতিটি থানায় নারী, শিশু ও প্রতিবন্ধী সেবা প্রত্যাশীদের জন্য আলাদা ডেস্ক
- আপডেট সময় : ০১:৪৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার প্রতিটি থানায় নারী, শিশু ও প্রতিবন্ধী সেবা প্রত্যাশীদের জন্য আলাদা ডেস্ক স্থাপন করেছে পুলিশ। এসব ডেস্কে শিশুদের জন্য আলাদা কর্ণারে রাখা হয়েছে নানান ধরনের খেলনা, মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং সেন্টার, আধুনিক সৌচাগার এমনকি বিশ্রামের জন্য আলাদা ঘরও রাখা হয়েছে। বদলে যাওয়া এমন চিত্র দেখে খুশি সেবা প্রত্যাশীরা।
চট্টগ্রামের চকবাজার থানার চিত্র এটি। নির্ধারিত সেবা প্রত্যাশী নারীদের বিভিন্ন অভিযোগ অনুযোগ শুনছেন পুলিশ কর্মকর্তারা। চারপাশের দেয়ালের রেকগুলোতে থরে থরে সাজানো আছে খেলনা ও শিশুতোষ বই। আর এসব নিয়ে খেলায় মেতেছে সেবা প্রত্যাশীদের সঙ্গে আসা শিশুরা।
একই দৃশ্য কোতোয়ালী, সদরঘাটসহ নগরীর সবকটি থানার। মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং সেন্টার আলাদা সৌচাগার এমনকি বিশ্রামাগারের আয়োজনও রয়েছে। অথচ ক’দিন আগেও এসবের কিছুই ছিলো না কোথাও। হঠাৎ বদলে যাওয়া থানাগুলোর এই চিত্র দেখে খুশি সেবা প্রত্যাশীরা।
নির্ধারিত এই ডেস্কগুলোতে শুধু নারী কর্মকর্তাদেরই দায়িত্বে রাখা হয়েছে। এছাড়া নারী ও শিশুবন্ধব পরিবেশ পেয়ে খোলামেলা কথা বলতে পারছেন সেবাপ্রত্যাশীরাও। এতে আইনশৃঙ্খলা রক্ষার কাজে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্ক নাগরিকদের জন্য প্রতিটি থানায় এই আয়োজন সিএমপির। যা স্থায়ী করার পাশাপাশি সারাদেশের মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে নিজের পরিকল্পনার কথা জানান পুলিশের এই কর্মকর্তা।
মুজিববর্ষ উপলক্ষে পুলিশ সদরদফতর থেকে দেশের সবকটি থানায় নারী ও শিশুদের জন্য এমন আলাদা ডেস্ক করার তাগিদ দেয়া হলেও সব থানার অবকাঠামো এক রকম না হওয়া ও বাজেটের অপ্রতুলতা নারীবান্ধব এই প্রকল্পের প্রধান বাধা বলেও জানান পুলিশের শীর্ষ কর্মকর্তারা।