চট্টগ্রাম মেডিকেলে দালাল ও সিন্ডিকেট মুক্ত করা গেলে সেবার মান বৃদ্ধি পাবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে দালাল ও সিন্ডিকেট মুক্ত করা গেলে হাসপাতালে সেবার মান বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, দীর্ঘ দিন ধরে হাসপাতালে নানা সিন্ডিকেটের কারণে সেবার মান ব্যাহত হচ্ছে। সামাজিক ও রাজনৈতিক ভাবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব সিন্ডিকেটকে প্রতিহত করতে হবে। এর আগে চট্টগ্রাম মস্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে হাসপাতালের জন্য ৪০টি মেডিকেল বেড ও ১০টি অক্সিজেন সিলিন্ডার উপমন্ত্রীর হাতে তুলে দেয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এছাড়া প্রতিষ্ঠানটি নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১০টি করে মেডিকেল বেড ও অক্সিজেন সিলিন্ডার দিয়েছে।