চট্টগ্রাম সিলেট ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আট জন নিহত
- আপডেট সময় : ০৯:৩১:১৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম, সিলেট ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আট জন নিহত হয়েছে।
চট্টগ্রামের রাউজানে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, রাত ৩টার দিকে চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথা থেকে ৩ যাত্রী নিয়ে রাউজানের উদ্দেশ্য যাচ্ছিল একটি সিএনজি অটোরিকশা। পশ্চিম নোয়াহাট এলাকায় পৌঁছলে রাঙ্গুনিয়া থেকে আসা বালু ভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে অটোরিকশার ৩ যাত্রীসহ সিএনজি চালক নিহত হয়।
সিলেট ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। বিকেল ৫টার দিকে লালাবাজারে হবিগঞ্জ এক্সপ্রেস বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দু’জন ও হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়।
সিরাজগঞ্জের সলঙ্গার নলকায় সিমেন্টবাহি ট্রাক চাপায় সোহাগী খাতুন নামে এক নারী ভ্যান যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ ট্রাকের চালক আবুল কালাম আজাদকে আটক করা হয়েছে।