চট্টগ্রামে অভিযান চালিয়ে তিনটি জলদুস্যু বাহিনীর প্রধানসহ ৮ জনকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
- / ১৬০৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বাঁশখালী, কক্সবাজারের পেকুয়া ও কুতুবদিয়ার দুর্গম এলকায় অভিযান চালিয়ে তিনটি জলদুস্যু বাহিনীর প্রধানসহ ৮ জনকে গ্রেফতার করেছে রেব।
তারা জানায়, প্রশাসনের তৎপরতায় বেশ কিছু দিন গা ঢাকা দিয়েছিল। তবে, ফের সক্রিয় হয়ে উঠেছে জলদস্যুরা। উপকূলীয় এলাকার চিংড়ি ও লবণচাষিরা ছাড়াও সাগরে মাছ ধরা জেলেরা তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে। এমন সংবাদের ভিত্তিতে উপকুলিয় ও দুর্গমএলাকাগুলোতে গোয়েন্দা ততপরতা শুরু করে রেব। এরই অংশ হিসেবে গতকাল রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি দস্যুবাহিনীর প্রধান কালু, আজিজুল ও শাহাবুদ্দিনসহ ৮ জন জলদস্যুকে গ্রেফতার করে রেব। তাদের কাছ থেকে ৩ টি ওয়ানশুটারগান, একটি দোনালা বন্দুক, ৩ টি একনালা বন্দুক, ১১ রাউন্ড গুলিসহ বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করা হয়।