চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে ১০টি দোকান
- আপডেট সময় : ১১:৫৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের হালিশহর গোডাউন বাজারে একটি বিপণিকেন্দ্রে ভয়াবহ আগুনে অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। সকাল সাড়ে ৮টার দিকে হালিশহরের আটিলারি এলাকার গোডাউন বাজারের বিপণিকেন্দ্র থেকে আগুনের সূত্রপাত হলে, ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৮টি ইউনিটের আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
সকাল সাড়ে ৮টার দিকে আটিলারি গোডাউন বাজারে ওই বিপণিকেন্দ্রে আগুন লাগলে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৮টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ জানান, আগ্রাবাদ স্টেশনের ছয়টি ও বন্দর স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিপণিকেন্দ্রের সেমিপাকাসহ অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত জানাবে ফায়ার সার্ভিস।