চট্টগ্রামে ঈদের শেষ দিনের অগ্রীম ট্রেনের টিকিট বিক্রি চলছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামে ঈদুল ফিতর উপলক্ষ্যে শেষ দিনের অগ্রীম টিকিট বিক্রি চলছে। আজ দেয়া হচ্ছে ১ লা মে’র টিকিট।
সকাল ৮ টা থেকে টিকিট বিক্রি শুরুর কথা থাকলেও ভোর থেকেই কাউন্টারগুলোর সামনে টিকিট গ্রাহকদের ভিড় লক্ষ্য করা যায়। স্টেশন কর্তৃপক্ষ বলছে, ঈদের আগের দিনের টিকিট পেতে সবচেয়ে বেশী ভিড় জমে কাউন্টারগুলোতে। ২ মে ঈদ না হলে ওই দিনের টিকিটও পড়ে দেয়া হবে। যাত্রীদের ভোগান্তী কমাতে অন্যবারের চেয়ে বেশী কাউন্টারে টিকিট বিতরণ ও নারীদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা রাখার কথা জানিয়েছে রেলওয়ে। টিকেট গ্রাহকদের অভিযোগ এনআইডি নিয়ে দিয়ে টিকিট বিক্রির ফলে নানা ভোগান্তি তৈরী হচ্ছে। তবে স্টেশন ম্যানেজারের দাবি, কালোবাজারী ঠেকাতে টিকিট বিতরণে একটু কড়াকড়ি করাতে যাত্রীদের একটু অপেক্ষা করতে হলেও আগের মতো ভোগান্তী হচ্ছে না।