চট্টগ্রামে এক সংখ্যালঘু পরিবারকে তাদের বাস্তুভিটা থেকে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৬০৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামে ভুয়া দলিল তৈরী এক সংখ্যালঘু তার বাস্তুভিটা থেকে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারটি।
বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী পরিবারটির দাবি, পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকায় পৈত্রিকভাবে বসবাস করেন তারা। কিন্তু হঠাৎ করে ওই এলাকার আবুল খায়ের নামের এক ব্যাক্তি তাদের পৈত্রিক ভিটাকে নিজেদের দাবি করে দখলে নেয়ার চেষ্টা করে। এই ঘটনায় আদালতে মামলা করলে ভুক্তভোগী পরিবারটির প্রধান শিমুল ধরের ওপর আদালত চত্তরেই হামলা চালায় আসামীর লোকজন। এই ঘটনায়ও বিচার পাননি তিনি। পরিবার পরিজন নিয়ে উচ্ছেদ আতঙ্কের পাশাপাশি জীবনের নিরাপত্তা নিয়েও শঙ্কার কথা জানায় পরিবারটি।