চট্টগ্রামে এখনো বন্ধ পণ্য পরিবহণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
চট্টগ্রামে সরকার নির্ধারিত বাড়তি ভাড়ায় গণ পরিবহন চলাচল শুরু হলেও পণ্য পরিবহণ এখনো বন্ধ রয়েছে। এতে বিপর্যয় নেমেছে চট্টগ্রাম বন্দরে।
চার দিনের এই ধর্মঘটে অন্তত ১২ হাজার কন্টেইনারের অতিরিক্ত চাপ বেড়েছে বন্দরের ইয়ার্ডগুলোতে। ট্রাক, কাভার্ডভ্যানসহ বাকী পরিবহণের মালিকরা বলছেন, পণ্য পরিবহনে নিয়োজিত অধিকাংশ পরিবহনই বড় বড় কোম্পানীর সঙ্গে বাৎসরিক ভাড়ায় চুক্তিবদ্ধ। তাই পণ্য পরিবহনের ক্ষেত্রে ভাড়া বাড়ানোর সুযোগ নেই। জ্বালানী তেলের দাম ২৭ শতাংশ কমিয়ে না আনলে পণ্য পরিবহণের সুযোগ নেই। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জেটিতে পণ্য খালাস চলছে। কিন্তু বন্দর থেকে বের করতে না পারায় কন্টেইনারের স্তুপ জমতে শুরু করেছে ইয়ার্ডগুলোতে। অফডকগুলো থেকে রপ্তানী পণ্যবাহী কন্টেইনার বন্দরে প্রবেশ না করায় জাহাজীকরণের কাজও একরকম বন্ধ রয়েছে। রপ্তানি পণ্য নিয়েও শংকায় ব্যবসায়ীরা।