চট্টগ্রামে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উপজেলা হাসপাতাল গুলোতে রোগী ভর্তির তাগিদ
- আপডেট সময় : ০১:৪১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উপজেলা হাসপাতাল গুলোতে রোগী ভর্তির তাগিদ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে চিকিৎসকদের অভিযোগ, গত দেড় বছরেও গ্রাম পর্যায়ের স্বাস্থ্য অবকাঠামোগুলোকে করোনা মোকাবিলার জন্য প্রস্তুত করতে পারেনি স্বাস্থ্য বিভাগ। আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতাল প্রস্তুতের চেয়ে সমাজকে অন্তর্ভুক্ত করে করোনার বিস্তার ঠেকানোর দিকে মনোযোগী হওয়া প্রয়োজন স্বাস্থ্য বিভাগের।
বন্দর নগরী চট্টগ্রামেও ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। কোন কোন দিন নমুনা পরীক্ষায় শনাক্ত ছাড়িয়ে যায় ৩৫ শতাংশেরও বেশী।
সংক্রমনের এই ভয়াবহতায় উদ্বিগ্ন জানিয়ে, পরিস্থিতি মোকাবিলায় শহরের বাইরের উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকেও কাজে লাগাতে চায় স্বাস্থ্য বিভাগ।
তবে চিকিৎসকরা বলছেন, বড় বড় হাসপাতাল আর কোভিড ডেটিকেটেড হাসপাতালের বাইরে গ্রাম পর্যায়ের অধিকাংশ হাসপাতলগুলোতে এখনো পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা করতে পারেনি স্বাস্থ্য বিভাগ।
আর জনস্বাস্থ্য অধিকার কর্মীদের দাবি, সংক্রমণের হার যেভাবে বাড়ছে তাতে কোন প্রস্তুতিই পর্যাপ্ত নয়।
গেল বছরের তিন এপ্রিল নগরীর দামপাড়ায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে স্বাস্থ্য বিভাগ। ১৫ মাসের ব্যবধানে এখন প্রতিদিন শনাক্তের সংখ্যা হাজারের ঘরে। একইসাথে প্রতিদিন মারা যাচ্ছেন গড়ে ১০ জনের কাছাকাছি। [ফুটেজ-৩]