চট্টগ্রামে করোনার বিস্তার ঠেকাতে বাজারগুলোতে স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি মনিটরিং শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামে করোনার বিস্তার ঠেকাতে বাজারগুলোতে স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি মনিটরিং শুরু করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
সকালে নগরীর কাজিরদেউড়ী বাজার থেকে এই মনিটরিং কর্মসুচী শুরু হয়। একই সময় ষোলশহর, রেয়াজউদ্দিন বাজারসহ বেশ কয়েকটি বাজারে অভিযানে নামে জেলা প্রশাসন। এসময় বিক্রেতা ও দোকানের কর্মচারী এমনকি বেশ কয়েকজন ক্রেতার মুখে মাস্ক না থাকায় জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এছাড়া বাজার পরিচালনা কমিটিকে সতর্ক করা হয়। ভবিষ্যতে ক্রেতা বিক্রেতারা স্বাস্থ্যবিধি না মানলে ওই বাজার বা মার্কেট স্থায়ীভাবে বন্ধ করে দেয়ার হুঁশিয়ারীও জানায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।