চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সেই ‘বড়ুয়া ভবন’ ভাঙ্গার কাজ শুরু হয়নি এখনো

- আপডেট সময় : ০৭:৩০:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সেই ‘বড়ুয়া ভবন’ ভাঙ্গার কাজ শুরু হয়নি এখনো। ভবনটিকে ঝুঁকিপূর্ণ লিখে দুটি ব্যানার টানিয়েই দায় সেরেছে ফায়ার সার্ভিস। আর সিডিএ বলছে, ভবনটি অপসারনের জন্য মালিককে নোটিশ দেয়া হয়েছে। এদিকে ঝুঁকিপূর্ণ ভবনটি মাথার ওপর রেখে আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছে পাথরঘাটার বাসীন্দারা।
গেল ১৮ নভেম্বর পাথরঘাটার বাসিন্দাদের সকালটা শুরু হয়েছিলো বিস্ফোরণের শব্দে। ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়েছিলো ৮টি তাজা প্রাণ। প্রথম দিকে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ, সেফটিক ট্যাংকে জমা গ্যাস থেকে বিস্ফোরণ আবার কখনো নাশকতার সন্দেহ থাকলেও, সিডিএ, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, বিস্ফোরক অধিদফতর ও পুলিশের গঠিত যৌথ টিম দীর্ঘদিন অনুসন্ধান করে সিদ্ধান্ত দেয়, গ্যাস লাইনের লিকেজ থেকেই ভয়াবহ এই বিস্ফোরনের ঘটনা।
বিস্ফোরণে শুধু দেয়ালটাই ধ্বসে পড়েনি, ভবনের বেজমেন্ট প্লারগুলোকেও ক্ষতিগ্রস্থ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরীক্ষা নিরিক্ষার পর ঝুঁকিপুর্ণ উল্লেখ করে ভবনটি ভেঙ্গে ফেলতে মালিক অর সিটি কর্পোরেশনকে নোটিশ দিয়েছে সিডিএ।
দুইমাস পেরিয়ে গেলেও ভবনটি ভাঙ্গার কাজ শুরু হয়নি এখনো। ঝুঁকিপূর্ণ ভবনটি মাথার ওপর নিয়ে আতঙ্গে দিন কাটাচ্ছে এলাকার মানুষ।
আর ফায়ার সার্ভিস বলছে, এই দুর্ঘটনার পর অপরিকল্পিত ভবনের ভয়াবহতা সামনে এসেছে নতুন করে। কিন্তু এতেও জনসচেতনতা বাড়েনি। সিডিএ’র নকশা বহির্ভুতভাবে ভবন নির্মানের পাশাপাশি সেফটিক ট্যাংকের ওপর দেয়াল ও দেয়ালের ভেতর দিয়ে অরক্ষিতভাবে গ্যাস লাইনের সঞ্চালন থাকায় ঝুঁকিপূর্ণ করে তুলেছিলো বড়ুয়া ভবনকে।