চট্টগ্রামে পৃথক দুটি ঘটনায় দুই জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / ১৫১৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামে পৃথক দুটি ঘটনায় দুই জন নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতে নগরীর চেরাগী পাহাড় ও পটিয়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ইফতারের পর নগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ.জ.ম নাছির সমর্থিত ছাত্রলীগের সাব্বির ও সৈকত গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিষয়টি তখন মিমাংসা হয়ে গেলেও রাত ৯ টার দিকে একই এলাকায় ফের দুই পক্ষের নেতাকর্মীরা জড়ো হয়। এসময় আশফাক বিন তারেখ নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়। এছাড়া পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় দুর্বৃত্বদের হামলায় নিহত হন স্থানীয় ইউপি চেয়ারম্যানের ভাই মোহাম্মদ সোহেল নামের এক ব্যাক্তি। ইউপি নির্বাচনে সহিংসতা ও এলাকায় আধিপত্যের জের ধরে প্রতিপক্ষরা তার ওপর হামলা চালিয়ে উপুর্যুপুরি ছুড়িকাঘাতে আহত করে।