চট্টগ্রামে প্রথমবারের মতো বসছে ফায়ার হাইড্রেন্ট
- আপডেট সময় : ০২:৫৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামে প্রথমবারের মতো বসছে ফায়ার হাইড্রেন্ট। আগুন লাগলে সহজেই পানি মিলবে এসব হাইড্রেন্ট থেকে। নগরীর ১৭৩ পয়েন্টে হাইড্রেট স্থাপনের প্রকল্পটি বাস্তবায়ন করছে ওয়াসা। প্রকল্পের কাজ শেষ হলে অগ্নিকান্ডের ঘটনায় বড়ধরণের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম নগরীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটলেই পানি সংকটে আগুন নেভাতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে কিছুটা দেরিতে হলেও নগরজুড়ে ফায়ার হাইড্রেন্ট স্থাপন করছে চট্টগ্রাম ওয়াসা। আগুন নেভাতে এসব হাইড্রেন্ট থেকে তাৎক্ষনিক মিলবে পানি।
চলতি বছর প্রকল্পের কাজ শেষ হলে নগরজুড়ে ফায়ার সার্ভিসের পানি সংকট্রে সমাধান হবে বলে জানায় ওয়াসা। তাছাড়া অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতির পরিমানটাও কমে আসবে বলে জানান চট্টগ্রাম ওয়াসার এই কর্মকর্তা।
কেবল মূল সড়ক নয়, সরু রাস্তাগুলোর আশেপাশের জায়গাগুলোতে হাইড্রেন্ট বসানো হলে আগুন নেভানো সহজ হবে বলে মনে করছে ফায়ার সার্ভিস।
প্রাথমিকভাবে নগরীর ১৭৩টি পয়েন্টে বসানো হচ্ছে ফায়ার হাইড্রেন্ট। এর মধ্যে ১৪৪টিতে অর্থায়ন করছে জাইকা এবং বাকি ২৯টিতে অর্থায়ন করছে বিশ্বব্যাংক। এ পর্যন্ত ২৯ টি পয়েন্টে বসানো হয়েছে ফায়ার হাইড্রেন্ট।