চট্টগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ডিমের মূল্য নেমে আসে ১২০ টাকায়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
ডিমের ডজন বিক্রি হচ্ছিল ১৫০ টাকা দরে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান শুরুর সাথে সাথে সেই মূল্য নেমে আসে ১২০ টাকায়। এ ঘটনা চট্টগ্রামের কয়েকটি বাজারের।
সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারের পাইকারি এবং খুচরা বিক্রেতাদের বেশ কয়েকটি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান পরিচালনা করে। এ সময় বাড়তি দামে ডিম বিক্রি এবং মূল্য তালিকা দেখাতে না পারার অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে এক লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মুরগী বিক্রেতারা মূল্য তালিকা না রাখায় বিভিন্ন দোকানকে সতর্ক করে অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।