চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষার্থী মাশফিক হত্যাকাণ্ডের রহস্য আজও উদঘাটন হয়নি
- আপডেট সময় : ০৮:১৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বোয়ালখালীতে মাদ্রাসা শিক্ষার্থী মাশফিকের গলাকাটা মরদেহ উদ্ধারের তিনদিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারেনি আইন-শৃংখলা বাহিনী। তবে মাদ্রাসা শিক্ষকদের দিকে অভিযোগের তীর ছুঁড়েছেন নিহত শিশুর স্বজন ও এলাকাবাসী। দ্রুত অপরাধীকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
চট্টগ্রামের বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়নের আল্লামা শাহ আছিয়র রহমান মাদ্রাসায় হাফেজ বানানোর আশায় ৭ বছরের শিশু ইফতেখার মালেকুল মাশফিককে ভর্তি করান স্বজনরা। ভর্তি হওয়ার মাত্র ৫ মাসের মাথায় লাশ হয়ে ফিরে আসে মা-বাবার নাড়িছেড়া ধন। ৫ মার্চ মাদ্রাসার দ্বিতীয় তলা থেকে উদ্ধার করা হয় মাশফিকের গলাকাটা মরদেহ। এই হত্যাকান্ডের জন্য মাদ্রাসা শিক্ষকদের দিকে অভিযোগের তীর ছুঁড়েছেন স্বজনরা।
অভিযোগ রয়েছে, মাদ্রাসায় শিক্ষার্থীদেরকে বেদম মারধর করতো শিক্ষকরা। তবে অভিযোগ অস্বীকার করে মাদ্রাসা কর্তৃপক্ষ।
ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও হত্যাকান্ডের রহস্য উদঘাটন হয়নি এখনো। পুলিশ বলছে, মূল খুনিকে বের করতে চলছে তদন্ত।
ঘটনার দিন আটক মাদ্রাসার তিন শিক্ষকের মধ্যে জাফর আহমদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি স্বজনসহ এলাকাবাসীর।