চট্টগ্রামে মানবপাচার সিন্ডিকেটের ৫ জনকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামে ট্রাক চাপায় দম্পতি নিহতের অভিযোগে চালককে আটক করেছে রেব। একইসঙ্গে মানবপাচার সিন্ডিকেটের ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার রাতভর রাজবাড়ি, চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন স্থানে রেবের একাধিক টিম একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। সকালে চট্টগ্রামের চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় রেব। তারা জানায়, ফাঁদ পেতে বিদেশে পাঠানোর কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এই গ্রুপ। অপহরনের করে মুক্তিপণও আদায় করে তারা। ওই চক্রের হোতা রাজুসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। এদিকে, আক্তারুজ্জামান ফ্লাইওভারে ট্রাক চাপায় ইঞ্জিনিয়ার দম্পতিকে হত্যার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইর্ন্টান্যাশনালের ড্রাইভার আলী হোসেনকে রাজবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।