চট্টগ্রামে মার্কেটে আগুন: ধোঁয়ায় দম বন্ধ হয়ে ৩ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৮:৫৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
- / ১৭২৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকায় রেজওয়ান কমপ্লেক্সে আগুনের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস বলছে, আগুন লাগার পর ধোঁয়ায় দম বন্ধ হয়ে এ তিনজন মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক ও তামাকুমুন্ডিলেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।
জানা যায়, রেজওয়ান কমপ্লেক্সের ব্রাদার্স টেলিকম নামে একটি দোকান থেকেই আগুনের সূত্রপাত। এরপর ওই দোকান থেকে পাশের মার্কেটেও আগুন ছড়িয়ে পড়ে। রেজওয়ান কমপ্লেক্স মার্কেটটি আটতলা বিশিষ্ট। সেখানে মোবাইলের যন্ত্রাংশসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যের দোকান রয়েছে। আট তলা ভবনটিতে আগুন লাগার পর ওপরে কয়েকটি কক্ষে ধোঁয়ায় দম বন্ধ হয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।