চট্টগ্রামে মোহাম্মদ জালাল হোসেন নামের এক ভুয়া ডাক্তার আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭৭৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামে অভিযান চালিয়ে মোহাম্মদ জালাল হোসেন নামের এক ভুয়া ডাক্তারকে আটক করেছে রেব।
গতরাতে গোপন তথ্যের ভিত্তিতে বন্দর থানাধীন কলসিদিঘী থেকে তাকে আটক করা হয়। এ সময় তার ফার্মেসী থেকে জব্দ করা হয় বিভিন্ন ভুয়া ডাক্তারী সরঞ্জাম। রেব-৭ জানায়, এসএসসি পাস জালাল হোসেন দীর্ঘ ৭ বছর ধরে এলাকায় এমবিবিএস ডাক্তার পরিচয়ে অস্ত্রপচারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা করে আসছিলো। এতে প্রতারিত হয়ে আর্থিকভাকে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় অনেক নিরীহ রোগী। পরে আসামীকে বন্দর থানায় হস্তান্তর করে রেব।