চট্টগ্রামে ১০ দিনের ব্যাবধানে ৩টি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
- আপডেট সময় : ১০:১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
চট্টগ্রামে ১০ দিনের ব্যাবধানে ৩টি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সহায় সম্বল হারিয়ে নি:স্ব হয়েছে কয়েকশো পরিবার। ভয়াবহ এই তিনটি অগ্নিকাণ্ডকেই নাশকতার সন্দেহ করছেন ক্ষতিগ্রস্থরা। প্রতিটি ঘটনায় তদন্ত কমিটি হলেও আগুন লাগার কারণ বের করতে পারেনি ফায়ার সার্ভিস। আর সুজন বলছে, প্রশাসনের আন্তরিকতার অভাবেই আগুন লাগার কারণ জানা যায় না।
ফিসারীঘাট এলাকায় কর্ণফূলী নদীর তীরে গড়ে ওঠা এই বস্তিতে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্য হয় গেল বছরের ফেব্রুয়ারীতে। ঘটনার পর কয়েকটি তদন্ত কমিটি হলেও আগুন লাগার কারণ বের হয়নি এখনো। আর এবছর শুলকবহর এলাকার ডেকোরেশন গলির দুটি আর সদরঘাটের একটি বস্তি পুড়ে ছাই হয়েছে মাত্র ১০ দিনের ব্যবধানে। ঘটনাগুলো আলাদা আলাদা সময় হলেও প্রতিটি আগুনই ছড়িয়ে পড়ে দ্রুত। আর ক্ষতিগ্রস্থ সবকটি বস্তির উপরই প্রভাবশালীদের নজর রয়েছে দীর্ঘদিন ধরে। তাই নাশকতার সন্দেহ করছেন স্থানীয় কাউন্সিলরও।
বারবার আগুন লাগার কারণ রহস্যজনক দাবি করে নিজেদের আতঙ্কের কথা জানান সবহারানো মানুষেরা। পরপর এই তিনটি অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস। কিন্তু অতীতের মতো এবারো তদন্ত প্রতিবেদন আলোরমুখ দেখেনি এখনো। এতে প্রশাসনের আন্তরিকতা নিয়েই প্রশ্ন তুলেছে সুশাসনের জন্য নাগরিক সুজন।ফুটেজ-২