চট্টগ্রামের আদালতে নেয়া হচ্ছে টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
দুর্নীতি দমন কমিশনের করা মামলায় গ্রেফতার দেখিয়ে চট্টগ্রামের আদালতে নেয়া হচ্ছে টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে। মেজর সিনহা হত্যা মামলার প্রধান আসামি তিনি।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন অভিযোগের এই মামলায় কক্সবাজার থেকে শনিবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয় প্রদীপকে। আদালত সূত্র জানায়, গেল ২৮ আগস্ট ৩ কোটি ৯৫ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকি করের বিরুদ্ধে এই মামলা করেন দুদক চট্টগ্রাম-২ অঞ্চলের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন। পরে এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হলেও মামলার প্রধান আসামী প্রদীপের স্ত্রী চুমকি কর এখনো পলাতক রয়েছে।