চট্টগ্রামের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
- আপডেট সময় : ০৪:৫৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সাগরিকায় হোমল্যান্ড ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিস নামের একটি রাসায়নিকের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিটের ১৫ টি গাড়ি আগুন নিয়ন্ত্রনে আনে।
সকাল সাড়ে ১০ টার দিকে জহুর আহমেদ স্টেডিয়াম সংলগ্ন এলাকা ও রাসায়নিকের কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় স্টেডিয়ামের নিরাপত্তায় রাখা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। পড়ে আগ্রাবাদ ও বায়েজিদ স্টেশনের আরো ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়রা জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় কারখানা বন্ধ থাকলেও কারখানার বিভিন্ন যন্ত্রাংশ মেরামতের কাজ করছিলো। এসময় ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে হঠাৎ করেই আগুনের শুত্রপাত হয়। মুহুর্তেই তা গোটা ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের কর্মীরা এক ঘন্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।