চট্টগ্রামের কর্ণফূলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর বোর্ড থেকে বাদ পড়লেন আলী মোহাম্মদ আল মামুন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
এসএটিভিতে সংবাদ প্রচারের জের ধরে চট্টগ্রামের কর্ণফূলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর বোর্ড থেকে বাদ পড়লেন পেট্রোবাংলার সাবেক পরিচালক আলী মোহাম্মদ আল মামুন।
বিকেলে বোর্ড সদস্য থেকে তাকে বাদ দিয়ে অফিস আদেশ জারী করে জ্বালানী মন্ত্রণালয়। এর আগে গেল ১৩ সেপ্টেম্বর আবুল খায়ের গ্রুপের ১২ কোটি টাকার গ্যাস বিল বকেয়া রেখে হট টেপিংয়ের মাধ্যমে নতুন সংযোগের অনুমোদন সংক্রান্ত সংবাদ প্রচারিত হয় এসএটিভি’তে। সংবাদটিতে কর্ণফূলীর এমডি থাকা অবস্থায় অবৈধ সংযোগ দিয়ে পেট্রোবাংলার পরিচালক হয়ে ঘটনা ধামাচাপা দেয়ার বিষয়টি তুলে ধরা হয়। এছাড়া অবসরে যাওয়ার পরও অবৈধভাবে বোর্ড সদস্য থাকার বিষয়টিও তুলে ধরা হয় অনুসন্ধানী ওই প্রতিবেদনে। এরপরই ৫ দিনের মাথায় কর্ণফূলীর বোর্ড থেকে বাদ দেয়া হল আলী মোহাম্মদ আল মামুনকে।