চট্টগ্রামের প্রধান ঈদগায় একসঙ্গে এক লাখ মানুষ ঈদের নামাজ আদায় করতে পারবেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামের প্রধান ঈদগায় একসঙ্গে এক লাখ মানুষ ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন চট্টগ্রামের সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
বিকেলে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে প্রধান ঈদ জামায়াত অনুষ্ঠানের আয়োজন দেখতে এসে একথা বলেন তিনি। তিনি আরো বলেন, করোনার বিধিনিষেধ কাটিয়ে দু’বছর পর খোলা মাঠে ঈদের নামাজ আদায় করতে যাচ্ছেন মুসল্লিরা। এজন্য সবার মাঝেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। সবাই যাতে শান্তিপুর্ণভাবে নামাজ আদায় করতে পারেন সে ব্যাপারে নানামুখী পদক্ষেপ নিয়েছে সিটি কর্পোরেশন।