চট্টগ্রামের শামান্তা সিএনজি স্টেশনের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্ণফুলী গ্যাস কোম্পানি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
এসএটিভিতে সংবাদ প্রকাশের পর চট্টগ্রামের শামান্তা সিএনজি স্টেশনের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি।
সকালে নগরীর মোহড়া এলাকায় অভিযান চালিয়ে এই সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর আগে গত বছর এই সিএনজি স্টেশনের সংযোগ জালিয়াতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে এসএটিভি। ওই সংবাদের ওপর ভিত্তি করে এক বছর পর তদন্ত কমিটি করে পেট্রোবাংলা। কিন্তু নানা ছল চাতুরির আশ্রয় নিয়ে কেজিডিসিএলের ইঞ্জিনায়ারিং সার্ভিসেস বিভাগের জিএম সারোয়ার হোসেন আর ডিজিএম অনুপম দত্ত নিজেদের অনিয়ম ঢাকতে তদন্ত কমিটিকে প্রভাবিত করার চেষ্টা করছিলেন। গত ১৫ জুন এই বিষয়ে আরেকটি প্রতিবেদন প্রকাশ করে এসএ টিভি। অবশেষে ১৩ দিনের মাথায় মন্ত্রণালয় ও পেট্রোবাংলার নির্দেশে পাম্পটির সংযোগ বিচ্ছিন্ন করা হলো।