চট্টগ্রামের সব অক্সিজেন কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- আপডেট সময় : ০৬:২৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
- / ১৫৫০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সব অক্সিজেন কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ থেকে মহানগরের অক্সিজেন কারখানার উৎপাদন, পরিবহন ও সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
জাহাজভাঙা শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন এই কর্মবিরতি পালন করছে। সীমা অক্সিজেন কারখানার পরিচালক পারভেজ উদ্দীনকে গ্রেফতারের পর কোমরে দড়ি বেঁধে আদালতে হাজিরের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার রাতে বিএসবিআরএ’র সভাপতি আবু তাহের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,আজ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সব অক্সিজেন কারখানার মালিক, জাহাজভাঙা শিল্পমালিক ও শ্রমিকরা মানববন্ধন করবে। অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আরো কঠোর কর্মসুচীর হুশিয়ারি জানান ব্যবসায়ী এই সংগঠনটি। তাদের দাবি কারখানায় দুর্ঘটনার জন্য শুধু মালিকপক্ষ দায়ী নয়। তদারকির দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠানগুলোও সমানভাবে দায়ি।