চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন।
সকালে ফৌজদারহাট জলিল স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, এক মানসিক ভারসাম্যহীন নারীকে বাঁচাতে গিয়ে বাইকে থাকা স্বামী-স্ত্রী সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের স্ত্রী ও রাস্তায় থাকা মানসিক ভারসাম্যহীন মহিলা ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক। এসময় আরও এক পথচারী আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।