চট্টগ্রামের হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে দেশীয় জাতের মা মাছ
- আপডেট সময় : ১০:৩৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
দেশীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজননক্ষেত্র, চট্টগ্রামের হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে রুই, কাতলা, মৃগেল, কালবাউশ জাতের মা মাছ। পর্যাপ্ত বৃষ্টিপাত হলে যে কোন সময় পুরোপুরি ডিম ছাড়ার প্রত্যাশা করছেন ডিম আহরণকারীরা।
হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, গতকাল রাত ১২ টার পর নমুনা ডিমের দেখা পান ডিম আহরণকারীরা। পরে দুপুরে ভাটার সময় আরো কিছু এলাকায় নমুনা ডিম দেখতে পান হালদাপাড়ের বাসীন্দারা। তবে পুরো ডিম এখনো ছাড়েনি মা মাছ। ঘুর্ণিঝর ‘ইয়াস’ আর পুর্ণিমার জোয়ারে সব মিলিয়ে ডিম ছাড়ার উপযুক্ত পরিবেশ বিরাজ করছে নদীতে। প্রতি বছর ডিম ছাড়ার আগে উপযুক্ত পরিবেশ নিশ্চিত হতে অল্প পরিমাণে নমুনা ডিম ছাড়ে দেশীয় মাছ। এবারও নমুনা ডিম ছাড়ার পর– পাহাড়ি ঢলে নদীর পানি ঘোলা হয়ে উঠলেই পুরোপুরি ডিম ছাড়বে দেশীয় প্রজাতির মাছ। এদিকে, ডিম আহরণ করতে বিশেষ ধরণের নৌকা, জাল ও বালতি নিয়ে হালদাপাড়ে অপেক্ষা করছেন কয়েক হাজার ডিম আহরণকারী।