চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত
- আপডেট সময় : ০৭:০৬:২২ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
আসন্ন চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ ও তিনটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এ সভা বসে।
সভায় স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা। আসন্ন চতুর্থ ধাপে আটশ চল্লিশটি ইউনিয়ন পরিষদে তৃণমূল থেকে পাঠানো প্রার্থীদের তালিকা যাচাই বাছাই করে বোর্ডের সদস্যদের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত চূড়ান্ত করেন সভাপতি শেখ হাসিনা। বিদ্রোহী প্রার্থী ঠেকাতে ও নির্বাচনী সহিংসতা এড়াতে আবারও তৃণমুলের নেতাকর্মীদেরকে একতাবদ্ধ থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্র। আর কেন্দ্রীয় নেতাদের এ বিষয়ে সার্বক্ষনিক যোগাযোগ ও নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন দলীয় প্রধান শেখ হাসিনা।