চব্বিশ ঘন্টার মধ্যে নিজের অবস্থান থেকে সরে দাঁড়ালো পুতিন
- আপডেট সময় : ০২:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
২৪ ঘন্টা পরই নিজেদের অবস্হান থেকে সরে আসল রাশিয়া । ইউক্রেনে হামলা ঠেকাতে মস্কোয় বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। বৈঠকের পর পুতিন বলেছিলেন, ইউক্রেনে হামলা চালানোর কোনো ইচ্ছা নেই ক্রেমলিনের।
কিন্তু এক দিন যেতে না যেতেই বড় ধরনের সামরিক মহড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে রাশিয়া । বেলারুশের সঙ্গে ১০ দিনের মহড়া শুরু হচ্ছে আজ।এই পরিস্থিতিতে ইউক্রেনের সেনারা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে। বেলারুশের সঙ্গে ক্রেমলিনের সামরিক মহড়া নতুন উদ্বেগ তৈরী করেছে। এ মহড়ায় ৩০ হাজার সেনা অংশ নেবে। সেখানে ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমানও নেওয়া হয়েছে। এদিকে বেলারুশে রাশিয়ার সামরিক মহড়াকে উত্তেজনা বাড়ানোর’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করছে যুক্তরাষ্ট্র। গতকাল হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, রাশিয়ার এই মহড়াকে উত্তেজনা বৃদ্ধির পদক্ষেপ হিসেবেই দেখছেন তারা ।