চব্বিশ বছর পর বগুড়া বন্দর থেকে উড়বে বাণিজ্যিক বিমান

- আপডেট সময় : ০৪:৪৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
নির্মাণের টানা দুই যুগ পর, এবার বগুড়ায় বাণিজ্যিকভাবে বিমান যোগাযোগের উদ্যোগ নেয়া হচ্ছে। সেখান থেকে উড়োজাহাজ চলাচল করবে দেশের অভ্যন্তরীণ বিভিন্ন রুটে। এই উদ্যোগ বাস্তবায়নে রোববার বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল বগুড়া বিমানবন্দর পরিদর্শন করেছেন। বিমানবন্দরটি চালু হলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলে আশা করছে স্থানীয়রা।
বগুড়ার গুরুত্ব বিবেচনা করে ১৯৯৫ সালে সদরের এরুলিয়ায় ১০৯ একর জমির উপর বিমানবন্দর স্থাপনের প্রকল্প নেয়া হয়। পরের বছর সেখানে রানওয়ে, অফিসসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করে। এরপর, ২০০১ সালে বিমান বন্দরটি চালুর উদ্যোগ না নিয়ে বিমান বাহিনীর কাছে হস্তান্তর করে।
বাণিজ্যিক বিমান চালুর দাবি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের। সেই সম্ভাবনা এবার যাচাই করে দেখলেন চার সদস্যের বেবিচক প্রতিনিধিদল।
বিমান চলাচলের উদ্যোগের কথা জানান, স্থানীয় সংসদ সদস্য।
বগুড়ায় বিমান চালু হলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রসার হবে। খুলবে সম্ভাবনার নতুন দুয়ার।