চরম কট্টরপন্থী ইহুদিদের বৃহত্তম উৎসবে পদদলিত হয়ে মারা গেছে কমপক্ষে ৪৪ জন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
ইসরায়েলের উত্তর-পূর্ব মেরন এলাকায় চরম কট্টরপন্থী ইহুদিদের বৃহত্তম উৎসবে পদদলিত হয়ে মারা গেছে কমপক্ষে ৪৪ জন। করোনার মাঝে বৃহস্পতিবার লক্ষাধিক মানুষ মেরনের উদ্দেশে যাত্রা করে। যাত্রাপথে সেখানে ব্যাপক ভিড় হয়।
মানুষের চাপে একপর্যায়ে হুড়োহুড়ি লেগে গেলে এই দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও শতাধিক মানুষ। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘটনাকে ‘কঠিন দুর্যোগ’ বলে উল্লেখ করেছেন। হিব্রু ক্যালেন্ডারের দ্বিতীয় মাস ‘ইয়্যার’-এর ১৮ তারিখ থেকে গণনা শুরু করে ৩৩তম দিনে ইসরায়েলের মেরন শহরে ‘ল্যাগ বাওমার’ উৎসব পালিত হয়। তীর্থস্থানে পৌঁছে আগুন জ্বালিয়ে, নৃত্য এবং প্রার্থনার মধ্য দিয়ে এ উৎসব পালন করে ইহুদীরা।