চরমোনাইর পীরসহ হেফাজত নেতা বাবুনগরী ও মামুনুলের বিরুদ্ধে মামলার তদন্তে পিবিআই
- আপডেট সময় : ০৭:৪২:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
ভাস্কর্য বিরোধী বক্তব্য দিয়ে বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগে হেফাজতে ইসলামের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী, খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলনের আমির- চরমোনাই’র পীর সৈয়দ ফয়জুল করীমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। মামলাটি তদন্তে পিআইবিকে নির্দেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ নির্দেশ দেন।
সম্প্রতি ভাস্কর্যবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে হেফাজতে ইসলামের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম-মহাসচিব মামুনুল হক এবং ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয় । এর মধ্যে দু’টো মামলা করা হয়েছে মামুনুল হকের বিরুদ্ধে।
সেমবার সকালে ঢাকা মুখ্য মহানগর হাকিম এর আদালতে মামলা দুটি করে মুক্তিযুদ্ধ মঞ্চ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন নামের দুটি সংগঠনের নেতারা।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে আগামী ৭ জানুয়ারির মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এদিকে সারা দেশে বঙ্গবন্ধুর মুরেল ও ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি সাহেদ নুর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মন্ত্রিপরিষদ সচিব,স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।