চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে আপিল নিপুণের
- আপডেট সময় : ০৭:২৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে আপিল করেছেন নায়িকা নিপুণ। নির্বাচনের ফলাফল ঘোষণার কয়েক ঘণ্টা পর এই আপিল করেন তিনি। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। শিল্পী সমিতির নির্বাচনে পরিচালক-প্রযোজকদের এফডিসিতে প্রবেশ করতে না দেয়ায় এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের পদত্যাগও দাবি করা হয়েছে। চলচ্চিত্রের ১৮ সংগঠনের পক্ষে এ ঘোষণা দিয়েছেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।
সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন। তিনি ১৯১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। আর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জায়েদ খান। তিনি পেয়েছেন ১৭৬ ভোট। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট। অর্থাৎ ১৩ ভোটে হেরে যান তিনি। শুক্রবার সারাদিন নির্বাচন এবং রাত সাড়ে ৪টা পর্যন্ত ভোট গণনাশেষে ভোর ৫টা ৫০ মিনিটে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন।