চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চূড়ান্ত হবে হাইকোর্টে
- আপডেট সময় : ০৯:২২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২৫ বার পড়া হয়েছে
আপিল বিভাগ নয়, হাইকোর্টেই চূড়ান্ত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে কে থাকবেন। এ ব্যাপারে চেম্বার আদালতের দেয়া আদেশই বহাল রেখেছে আপিল বিভাগ। ওই পদের উপর স্থিতাবস্থা থাকবে। দু’পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে এই সিদ্ধান্ত জানায় আপিল বিভাগ।অন্যদিকে অভিনেত্রী নিপুণ- শিল্পী সমিতির ভাবমূর্তি ক্ষুন্ন করেছে বলে অভিযোগ জায়েদ খানের। তবে, মামলাটি কাল হাইকোর্টের কার্যতালিকায় থাকবে বলেও জানান আইনজীবীরা।
চলচ্চিত্রের মাধ্যমে খুব একটা সাড়া না ফেললেও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে দেশজুড়ে হইচই ফেলেছে নিপুন-জায়েদ দ্বন্দ্ব।
আনুষ্ঠানিক শুনানি শেষে ৬ ফেব্রুয়ারি চলচ্চিত্র সমিতির আপিল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে শপথ নেন নিপুন আক্তার।
তবে, জায়েদের আবেদনে আপিল বোর্ডের ওই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে জানতে রুল জারি করে হাইকোর্ট।
হাইকোর্টের ওই আদেশের পরই চেম্বার আদালতে ছুটে যান নিপুন। শুনানি নিয়ে সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থা দেয় চেম্বার আদালত।
৬ বিচারপতির উপস্থিতিতে আপিলের পূর্নাঙ্গ বেঞ্চ জানায়, হাইকোর্টেই চূড়ান্ত হবে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদে, কে বসবেন?
অন্যদিকে তড়িঘড়ি করে সাধারণ সম্পাদকের পদে বসে নিপুন শিল্পী সমিতির ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন বলে অভিযোগ করেন জায়েদ খান।