চলচ্চিত্রকার তারেক মাসুদ ও মিশুক মুনীরের দশম প্রয়ানদিবস আজ
- আপডেট সময় : ০৫:৪৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
চলচ্চিত্রকার তারেক মাসুদ ও মিশুক মুনীরের দশম প্রয়ানদিবস আজ। ২০১১ সালের এই দিনে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তারা দুজনসহ মোট পাঁচজন নিহত হয়।
স্বনামখ্যাত নির্মাতা তারেক মাসুদ ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেন। আলোচিত ‘মাটির ময়না’ ছাড়াও তারেক মাসুদের নির্মাণ করেন তথ্যচিত্র ‘আদম সুরত’, প্রামান্যচিত্র ‘মুক্তির গান’ও ‘মুক্তির কথা’। সহধর্মিণী ক্যাথরিন মাসুদ, ক্যামেরা ডিরেক্টর মিশুক মুনীরসহ নয় সদস্যের একটি দল নিয়ে নতুন সিনেমা ‘কাগজের ফুল’-এর লোকেশন দেখে মানিকগঞ্জে থেকে ফেরার পথে দুর্ঘটনায় নিহত হন তারা। দিনটি উপলক্ষে দুপুরে দূর্ঘটনাস্থলে ঢাকা-আরিচা মহাসড়কের জোকায় নির্মিত স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ,মাক্স বিতরণ ও মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে মানিকগঞ্জ প্রেসক্লাব, বারসিক, উত্তরন, প্রথম আলো বন্ধুসভা, স্যাক, সাবিস ও তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি সংসদ। এসময় নিরাপদ সড়কের দাবীতে ঢাকা-আরিচা মহাসড়ককে চার লেনে উন্নীত করাসহ রেল পথ নির্মাণেরও দাবী জানানো হয়।