চলতি অর্থবছর প্রবৃদ্ধি ৩ দশমিক ৮ শতাংশে নেমে আসবে: আইএমএফ
- আপডেট সময় : ০৩:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
করোনার ধাক্কায় বিশ্বের অন্য দেশগুলোর মত বাংলাদেশের অর্থনীতিতে বড় বিপর্যয় নেমে এসেছে। এর ফলে চলতি অর্থবছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদন, জিডিপির অনেকটাই কমে যাবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ। সংস্থাটি বলছে, চলতি অর্থবছর প্রবৃদ্ধি ৩ দশমিক ৮ শতাংশে নেমে আসবে।
যদিও করোনা-পূর্ববর্তী সময়ে চলতি অর্থবছরের জন্য ৭ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল আইএমএফ। করোনার প্রভাবে প্রবৃদ্ধি কমে যাবে ৩ দশমিক ৬ শতাংশ। পাশাপাশি আমদানি ও রফতানি প্রবৃদ্ধিতে বড় ধরনের ধস নামতে পারে। ফলে রফতানি খাতে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ ঋণাত্মক প্রবৃদ্ধি হবে। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এমনই পূর্বাভাস দিয়েছে আইএমএফ। প্রতিবেদনটিতে বলা হয়েছে, করোনার প্রকোপ কমলে ২০২১ সালে প্রবৃদ্ধির চাকা আবার কিছুটা সচল হবে। এতে ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি দাঁড়াবে ৫ দশমিক ৭ শতাংশ। যদিও ২০২১-২২ অর্থবছর আবার বাংলাদেশের অর্থনীতি স্বাভাবিক চেহারায় ফিরবে বলেও সংস্থাটি মনে করছে। এতে সে অর্থবছর বাংলাদেশের প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।