চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হার দাঁড়াবে ৩ দশমিক ৮ শতাংশ: আইএমএফ
- আপডেট সময় : ০১:৪২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ এর মতে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হার দাঁড়াবে ৩ দশমিক ৮ শতাংশ। ফলে জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী শীর্ষ তিন দেশের মধ্যে বাংলাদেশ একটি। আইএমএফ ধারণা করছে- করোনার আগের অবস্থায় ফিরে যেতে আরও দুই বছর অপেক্ষা করতে হবে বাংলাদেশকে।
সদ্য প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে’ এমন পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। ভার্চুয়াল সভায় এসব তথ্য তুলে ধরেন আইএমএফের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথ। সংস্থাটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২২ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াবে ৪ দশমিক ৪ শতাংশ হবে। ধারাবাহিকভাবে ২০২৩ সালেও তা বাড়বে। সে সময় প্রবৃদ্ধি ৭ দশমিক ৩ শতাংশে উন্নীত হবে। এর আগে গেল এপ্রিলে আইএমএফ জানিয়েছিলো, চলতি বছর বাংলাদেশে ২ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। তবে বাংলাদেশের চেয়েও বেশি জিডিপি প্রবৃদ্ধি হতে পারে গায়ানা ও দক্ষিণ সুদানের। এদিকে সারা বিশ্বের গড় জিডিপি প্রবৃদ্ধি মাইনাস ৪ দশমিক ৪ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছে আইএমএফ।