চলতি বছরে জিডিপির কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জিত হবে না : এডিবি
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৮:৫২:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
চলতি অর্থ বছরে দেশের জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক..এডিবি। সংস্থাটি হিসেবে ২০২২-২৩ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে ৬ দশমিক ৬ শতাংশে দাড়াবে। একই সাথে মূল্যস্ফীতির হার বেড়ে হবে ৬ দশমিক ৭ শতাংশ। তবে, শিগগিরই বাংলাদেশ ডলার সংকট কাটিয়ে উঠবে বলেও মনে করে সংস্থাটি ।
এশিয়ার দেশগুলোর অর্থনীতির গতি-প্রকৃতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক..এডিবি। রাজধানীত আগারগাঁয়ে সংস্থাটির ঢাকা অফিসে সংবাদ সম্মেলনে বাংলাদেশের অর্থনৈতিক চিত্র তুলে ধরেন এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং।
তিনি জানান, অভ্যন্তরীণ ভোগ ব্যয় কমে যাওয়া, রপ্তানি ও রেমিট্যান্স দুর্বলতায় চলতি অর্থ বছরে প্রবৃদ্ধি কমতে পারে। সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা ৭.২ শতাংশের চেয়ে কমে তা ৬.৬ দাঁড়াবে।
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তায় এবং জ্বালানি সংকটের কারণে এ বছর কাঙ্ক্ষিত বিনিয়োগ হবে না বলেও জানান এডিমন গিন্টিং ।
এডিবি জানায় , মূল্যস্ফীতির হার বেড়ে হতে পারে ৬.৭ শতাংশ। গত বছর ছিল ৬.২ শতাংশ। তবে পরিস্থিতি সামাল দিতে সরকারকে রাজস্ব আয় বাড়ানোর তাগিদ দিয়েছে সংস্থাটি।