চলতি বছরের ডিসেম্বরে মধ্যে গাজীপুরের টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল রেল লাইন চালু হচ্ছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
- / ১৭২১ বার পড়া হয়েছে
চলতি বছরের ডিসেম্বরে মধ্যে গাজীপুরের টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল রেল লাইন চালু হচ্ছে বলে জানিয়েছেন, রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন।
দুপুরে গাজীপুরে জয়দেবপুর রেল জংশনে পরিদর্শনে তিনি একথা বরেন। এসময় রেলমন্ত্রী জ্বালানী তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে বলেন, রেলের ভাড়া বৃদ্ধির বিষয়ে চিন্তা করা হচ্ছে, তবে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। এসময় উপস্থিত ছিলেন রেল বিভাগের অতিরিক্ত মহাপরিচাল কামরুল আহসান, প্রকল্পের পরিচালক নাজনীন আরা কেয়া, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন পারভিনসহ অনেকে।