চলতি মাসেই ৬০ বছর বয়সীদের বুস্টার ডোজ শুরু : স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
চলতি মাসেই ৬০ বছরের বেশি বয়সীদের করোনা প্রতিরোধে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সকালে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। বুস্টার ডোজ দিতে প্রস্তুতি চলছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আইসিটির প্রস্তুতি শেষ পর্যায়ে। অগ্রাধিকারভিত্তিতে এটা করতে হবে। বয়স্ক বা মৃত্যু-ঝুঁকি বেশি এরকম ব্যক্তিদের আগে দেয়া হবে। ফ্রন্টলাইন ওয়ার্কারদেরও বুস্টার দেয়া হবে। গুরুত্বপূর্ণ সবাইকে দেওয়ার পরে উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী।’